• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লিটনের প্রশংসায় পঞ্চমুখ প্রিন্স 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৭:১৮ পিএম
লিটনের প্রশংসায় পঞ্চমুখ প্রিন্স 

পাকিস্𓆏তানের বিপক্ষে যখন ব্যাট করতে নামলেন লিটন দাস। মাথায় ছিল পাহাড় সমান চাপ, সাথে ব্যাট হাতে টানা খারাপ করার চিন্তা তো ছিলই। বিশ্বকাপে লিটনের ব্যাট হাসেনি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রলের শিকার হতে হয়েছিল তাকে। অবশেষে সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন এই ড্যাশিং ব্যাটার। দলকে খাদের কিনার থেকে তো ত♎ুললেনই, সঙ্গে টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি করে ইতিহাস রচনা করলেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণে লিটনকে প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।

মাথা ঠাণ্ডা রেখে দারুণ কিছু ক্রিকেটিং শট🐼 খেলেছেন লিটন। লিটনের এমন পারফরম্যান্স দেখে প্রিন্স বলেন, ‘তার আজকের ব্যাটিং দেখে যে কেউ দ্বিধাহীনভাবে স্বীকার করবে সে একজন ক্লাস ব্যাটার। আজ সে সেটাই দেখিয়েছে। সর্বশেষ টেস্টে ৯৫ রান করেছিল, অল্পের জন্য শতক পায়নি। আজ শতক করতে পেꦜরেছে।’ 

গতꦗ কয়েক মাস ব্যাট হাতে খারাপ সময় পার করলেও হাল ছাড়েননি লিটন। এমনকি আগেভাগে এসেই নাকি টে🐻স্টের জন্য নিজেকে প্রস্তুত করেছেন লিটন। প্রিন্সের কন্ঠে ওঠে এসেছে এমন কথা।

প্রিন্স বলেন, ‘দুই একটি টেকনিক্যাল জিনিস নিয়ে কাজ করেছে ও। সে ক্রিজে দারুণ ভারসাম্য দেখিয়েছে। এত স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে, এটা দেখা অনেক উপভোগ্য ছিল। ড্রেসিংরুমে সবাই অনেক খুশি ছিল। বিশ্বকাপে ব্যর্থতার সময় আমি তাকে কিছু বলিনি। সে নিজেই আগেভাগে চট্টগ্রামে এসে টেস্টের জন্য তৈ♈রি হয়েছে।🎉’ 

প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে চোট পেয়েছেন ⛄লিটন। যা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে দল। এ🍸ই বিষয়ে টাইগারদের ব্যাটিং কোচ বলেন, ‘দিনশেষে ক্র্যাম্পটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল। ক্র্যাম্পের পর লিটন চাচ্ছিল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত যেন উইকেটে থাকতে পারে। বরফ লাগানো হচ্ছে। আজ রাতে শুশ্রূষা করা হবে। আশা করছি কাল আবারও ওরা ব্যাট করতে নামবে।’

Link copied!